তুমি_ আমি


পুজা চক্রবর্তী


তোমার শহরের বাস স্ট্যান্ড এ, কিংবা নদীর ধারে,
তোমার জন্য অপেক্ষারত দিনগুলো বড্ড মনে পরে।


আমদের দেখা হতো রোদ বৃষ্টি ঝড়ে,
সব কস্ট মুছে যেত রাগ অভিমানের ভিড়ে।


তুমি আমি দুইজন বাঁধবো একটি ছোট্ট ঘর,
সেথায় আমি হবো তোমার বউ,তুমি আমার বর।


সেখানে থাকবে শুধু প্রেমের নিরবতা,
দূর হয়ে যাবে মনের সকল ব্যাথা।


হয়ত আমাদের থাকবেনা তিন তলা বিল্ডিং বাড়ি,
তবে চার পাশে থাকবে সবুজ ঘাস সারি সারি।


কিছু না বলা কথা বলতে বলতে হারিয়ে যাবো,
নয়ত তোমায় ভালোবাসায় ভরিয়ে দিবো।