যখন চুপটি করে হৃদয়ের নালে এক ফোঁটা ভালোলাগা ঢেলে-
প্রাণান্তের নিদারুন আঁচড়ে কিছু লাল গোলাপ আর শিশির ভেজা আলোয়-
জলের স্তবকে আমাকে রাঙিয়েছিলে মুখ ফুটে না বলে আমাকেই চাও তুমি-
সে দুপুরে ফুলগুলো চুপসে গিয়েছিলো ছলছল উচ্ছল চোখে জল তরঙ্গ দেখে।
আর ভাবতেই পারিনি,কি হবে তোমার আমার-
এতো আবেগের পাতায় অক্ষর সাজিয়ে।
স্বপ্ন তো বুনতে হয় ঘন দিশারী মননে।
আশা জাগ্রত হয়ে যায় কল্পনার ঢের চাহনিতে।
তুমি আমাকে ভুল বুঝোনা গায়ত্রী,
আমি সে দুপুরে ক্লান্ত শ্রান্ত পরিক্রান্ত এক দেহের বিভাজে দাঁড়িয়ে ছিলাম-
তোমার চোখে চোখ না রেখে দূর মেঘের দলে তাকিয়ে ছিলাম।
আমি যে ভাবতেই পারিনি তুমি ফুলেল নরম কোমল হাতে-
আমার ঘর্মাক্ত মুখটাকে তোমার ওড়নার আঁচল দিয়ে সযত্নে দিব্যি মুছে দেবে!