আচমকা মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে যখন দেখি তুমি পাশে নেই-
আমি বারান্দার মাধবীলতা গাছটার সামনে এসে দেখি তুমি চুপসে বসে আছো।
আমি তোমার আনমনা দেহে দু’হাতে আলিঙ্গন করে বলি-ঘুম আসছেনা বুঝি?
তুমি বলে বস কি চায় আমার মন এমন স্থির নতজানু রাতের নীরবতায়?
আমি আলতো করে তোমার গালে ছুঁয়ে দিয়ে বলি; বসে থাকো-
আমরা একসাথে ভোরের আলো দেখবো,
মনের নিরালায় সতেজ বাতাস খুঁজে নেবো।
পরের দিনের ছুটির আলোয় ব্যস্ত শহরের পাশে বয়ে যাওয়া-
আশ্বিনের দাবদাহে কোন এক শ্রান্ত নদীর তীরে বিকেলের ছায়ে-
কিছু সময় তুমি আমি এক হয়ে ঢেউয়ের তালে হারিয়ে যাবো।