কিছু নীরবতা দম বন্ধ করা অপ্রকাশ্য।
একটা গাঢ় গভীর দীর্ঘশ্বাসে বুকের বা’পাশটা মুচড়ে উঠে।
আমরা সুখের কথা বলি দুঃখ-বিলাসে মর্মন্তুদ নিঃস্ব হয়ে।
আর দু’খের নজর ভুলি সুখের বাহারি গোধূলি টিপ চোখে মেখে।
কেমন হবে সেই দিনটি যেদিন দুঃখ কি মানুষ ভুলে যাবে?
অপাংক্তেয় অনুভবের মাত্রা নিষ্কলুষ বিভ্রাটে না জড়ালে-
দুঃখ-সুখের আলপনা রঙ খুঁজে বেড়াবে।
মনের মালতিকায় শূন্য রীতিহীন এক খুন।
বাঁচতে বাঁচতে মরে পড়ে রয় শাড়ির আঁচল-
সাথে হরদম উদ্ভ্রান্ত নরদের জয়ী উল্লাস।
এ কেমন আশ্চর্য অপ্রত্যাশিত অমানবিক আঘাত?
ভুলে পড়ে চোখ বন্ধ করে এলোপাথাড়ি ছুটে অতৃপ্ত বিষের শ্বাস।          
প্রাণের বিনাশ; এ তো প্রাণের বিনাশ।