স্বপ্ন; চোখের মাঝে ডুবে থাকে অপলক শত প্রতিকূলে।
পৃথিবীতে কে স্বপ্ন দেখেনি?
বুকের পাঁজরে প্রোথিত হৃৎপিণ্ডের প্রতি কাঁপনে রক্তেও ঢেউ উঠে।
চোখ বুজলেই স্বপ্ন আসে না।
মনের শতরঞ্জিতে অভুক্ত কলকাকলিতে মরে যেতে পারে অনেক অভিলাষ।
হাসতে হাসতে চলে ফিরে এমনি বা ক’জনা আছে।
জীবনের দর্শনে ললাটে আঁকা চিহ্নে সত্যিই হয়ে যায় কিপটেও ভাগ্য-বিলাস!
বিস্মৃত হয়, হতে বাধ্য হাজারো চলনের ছলনাময় অভিব্যক্তি।
হারতে হারতেও জিতে যায় স্মারকে ঢাকা মনের প্রতাপ।
মনের তৃষ্ণা অনেক বড়, বিশাল আঁখরে গড়া।
তার চেয়ে বড় চোখ মেলে দেখতে পাওয়া সূর্য-স্নান প্রতি পায়ে।
জীবনের মানে একেক জনে একেক রঙের।
কেউ আগে পায় কিছু, কেউবা খানিক পরে।