তোমাকে ছাড়া লিখতে আর ভালো লাগেনা।
ভালো লাগেনা যেমন সূর্য ছাড়া ঘাস ফুলের বিকাশ।
তোমার ভেজা চুলের ঝাপটায় আমার যদি ঘুম ভাঙতো,
যদি সকালের নাস্তায় আমারও তো
আবার তোমারও মুখে খাবার তুলে দেয়া যেতো।
ভালো লাগেনা দুপুরের কোলাহলমুক্ত কিছু ডানপিটে হিমেল বাতাস-
তোমাকে ছাড়া।
তুমি দোলনায়, আর আমি পেছনে দোল দিতে ব্যস্ত।
বিকেলের ঘন ভিড়ে নাইবা থাকলাম দু’জন।
সূর্যডোবা গোধূলিতে তোমার হাত ধরে বসে
সন্ধ্যে তারার আসায় প্রতিক্ষা করতাম।
আরও কতো কি।
তুমি বলতে হেসে চলো আর কতো।
আমি বলতাম মুচকি হেসে থাকিনা আরও কিছুক্ষণ চাঁদটা হাসুক।
তুমি রাগ করে গোমড়া মুখে বলবে তখন-
আমিই তো তোমার চাঁদ।
চলো বাড়ি ফিরি।
আমার চোখে আদরের অশ্রু এসে বসে বলবে-
তুমিই তো আমার; প্রিয়তমার পুরো আকাশ।