ছিন্ন কতো রঙের আলো?
যে ডানায় মুখরিত সন্ধ্যে ভাঙার গান,
সে ডানায় যাবে কি উড়ে বিলাসী দু’খের পাড়?
পাড়ি দেবো, নাকি সাথে সাথে চোখের মধ্যমনি হয়ে-
জীবন পেতে দেবো?
পেতে দেবার ভাষা ছিল সেই সেদিনের দুপুর অথবা বিকেলে।
যতই দুঃখে নাচুক প্লাবন ভেদে দু’হাতে কুড়িয়ে নেবো।
বৈশাখে আম কুড়াতে যে মাতাল প্রাণ-
মুখ জয়ী মুগ্ধ জেতার টুকরো আঁচলে-
তাতেই যে সঁপে দেবো।
পৃথিবী আজ এক হয়েছিলো,
গতকাল মিছে ভুল তাও ন্যায়।
সামনের শত দুঃখ তাও বুকে শরে বিধে-
কিছু শিউলি গেঁথে দুহাত ভরে উপহারই-
মরনে আলোয় পৃথিবী রাঙিয়ে জানিনা কবে চলে যাবো।