মৃত্যু আমাকে টেনেছিল রাতের গভীরে।
সহযাত্রী আমি হইনি মৃত্যুর।
ভোরের আকাশের শুকতারা চুপিচুপি-
আমাকে দিয়েছিল অভয়।
সন্ধ্যের ধ্রুবতারা আমাকে বলেছিল-
তোমাকে করে দেবো নিঃশেষ-
আঁধারের গোলক ধাঁধাঁয়।
আমি বলেছিলাম সূর্যের তীক্ষ্ণ আলোয়-
তোমাকে হারিয়ে দেবো।
অথবা রাতের চাঁদের বাঁধনে করবো পিষ্ট।
জীবনের গল্পে মানুষ থাকে-
স্বপ্নে থাকে নিবিড় কল্পনার প্রহর।
দূরে সরে যাও আঁধার-
আমাকে আলোকবার্তা নিতে দাও।
হাসিমুখে পেতে নিতে দাও-
চোখের পরশে ভেজা-
মূর্ত গর্জিত খোলা আকাশের নীচে লালিত সেই জড়ানো আহ্বান।


“মৃত্তিকার মিম্বর”-২০১৮