কতশত আঘাতের পরও উঠে দাড়াই দৃপ্ত শপথে।
কতো পুরনো পৃথিবী হারায় নতুন পৃথিবীর আহ্বানে।
হারতে হারতে আমি যেতে চাই জীবনের শেষ লম্বা ঈশ্বরের ডাকে।
প্রায় গ্রীষ্মের দাহে পুড়ে নির্লিপ্ত মন, মনের ভেতর।
সেদিন তো ভুল ছিলাম না।
আমি নীরব থেকে দেখেছি বঞ্চনা,
কিছু কেমন যেন আত্ম-অহংকারের ছায়ায়!
এমনভাবে কাউকে ফিরিয়ে দিতে হয়না,
ভিখেরিরো আছে প্রাণ-
মনে রেখো তুমি, দীপান্বিতা।
আমি তোমার জন্য একরাশ ভালোবাসা গেঁথে তোমাকেই চেয়েছিলাম।
দেখেছিলাম তোমাকে চোখ ভরে।
ভুলতে ভুলতে কেন যেন আচমকা আমাকেই-
কেনো মনে পড়লো?
শেষ বিকেলের সন্ধ্যের টানে তবে কি তুমি ফেরারি পিছুটান?
আমাকে ভাবতে দাও দীপান্বিতা।
ভাবতে দাও...