অফুরন্ত সব কষ্টের মাঝে বেঁচে থেকে-
মনের জানা আনন্দের মাঝেও কান্না আসে।
এ পৃথিবীতে কে আছে সম্পূর্ণ সুখী?
সমুদ্রের ঢেউও হাসে বাতাসের কম্পে,
কিন্তু কেন সে নোনাজলের আধার?
আমার এ দু’টি চোখ সমুদ্র দেখেনি-
কোনোদিন দূর থেকে দেখার ইচ্ছেও নেই।
কেন নেই তা যে আমার অজানা সংকেত।
বারবার সমুদ্র আমাকে ছুঁতে চায়।
আমি মনের বারান্দায় চুপ করে বসে থাকি-
চোখে ভাসে তারই প্রতিচ্ছবি।
সেই এমন রাত যে রাতে চুরি করে সমুদ্র টেনে নেবে আমাকে-
তার বুকের গভীরে।
কেউ জানবে না কীভাবে কখন কোন সে অব্যয়ে-
নিঃশ্বাসটুকু হার মানবে তার কাছে।
পৃথিবীতে কিছু ব্যাপার আছে যা অলৌকিক।
মানুষ ভাবে সম্ভবকেও অসম্ভব!
একদিন হঠাৎ থামবে জীবন রথ।
স্তব্ধ হয়ে যাবে অধিকাংশ মন নিথর স্থম্ভিত হবে অনুসারী।
একদিন আমাকে বুকে জড়িয়ে নিতে গিয়ে সমুদ্রও কাঁদবে।
এ কান্না ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ ছাড়া হয়তো কিছুই নয়।
আমি ভালোবেসেছি সমুদ্রকে; সৈকতকে।
যুগল এ ভালোবাসা কি করে মিথ্যে হয়?