ছোট ছোট নিঃশ্বাসে বেঁচে থাকাটাই প্রিয় বাতাসে।
বেঁচে থাকার মানে শুধু বেঁচে থাকা নয়।
বেঁচে থাকার মানে বিভিন্ন অনেক প্রস্রবনে গড়া।
হাসি আনন্দে জীবন কাটাতে না পারলে কিসের জীবন।  
গ্রাম্য বাতাসেও তো আছে প্রশান্তি-
শেষ জীবনের গোধূলির লগ্ন ঘেরা সময় ছোঁয়ায়।
ব্যাথার পাহাড়েও নিধি আমাকে দুঃখ দিলো-
তাও কিছু ব্যাথা তো সহ্য করে নিতেই হয়-
এরপরেও আমি পারিনা সইতে; আর না পারি বলতে।