আমাদের সবার কতো ধরণের কতো আবেগেই না আমরা ভেসে যাই,
কতটুকু বিসর্জনে আর কতটুকু গ্রহনে।
মাঝখানের কতো গল্পই না আমরা ভুলে থাকার চেষ্টা করি।
ভুলে যাওয়া খুব কঠিন,
অথচ ভুলে থাকা হয়তোবা হতে পারে কিছুটা সহজ।
মানুষ যখন একা থেকে নিজেকে সময় দেয়-
ঠিক তখন তার মনের ভেতর সবচেয়ে তীব্র কষ্টকর স্মৃতিগুলো নাড়া দেয়।
আর কেমন করে যেন বরফ গলার মত চোখের কোণটাকে ভিজিয়ে দেয়।
পৃথিবীতে কোন মানুষই কষ্ট ছাড়া নেই।
সৃষ্টিকর্তা সব সৃষ্টিকেই কোন না কোন খুঁত দিয়ে গড়েছেন।
এটা তাঁরই খেলা।
আর আমরাই তো এটাতে অসহায়।
মানুষ যদি নিখুঁত হতো তবে সে অহংকারে-
কিংবা অতি আত্মতুষ্টিতে ভুগে হয়তো মারাই যেতো ক্ষণিকে।
আমাদের বেঁচে থাকার ইচ্ছে এত প্রবল যে-
আমরা মৃত্যু নিয়ে খুব বেশি মাত্রায় চিন্তা করলে খুব বিমর্ষই হয়ে যাবো।
যারা যাদেরকে বুঝেনা তাদের চোখগুলো চেনা থাকলেও
তাদেরকে শুধু শুধু সময় নষ্ট করে বুঝাতে যাবার কোন মানে নেই।
এটা হতে পারে কোন জটিল বিষয় বা খুব সহজ কোন কিছু-
যেটাকে এক শ্রেণীর কাকতালীয়ভাবেই হতবাক কিছু মানুষ
যাদেরকে কখনো বুঝানো যায়না।