ভালোলাগা থেকে হয়ে যায় ভালোবাসার হৃদছন্দ।
অতি ভালোলাগা থেকে কি হয় জানা নেই।
প্রেমের বাতাসে মন কাঁপে ঢের জানা আহ্বানে।
যতোই নিষ্কলুষ ভাবুক নিজেকে কেউ-
কতো বিরুপ প্রজ্ঞাহীনতা তা যে বলার বাইরে।
সবটুকু সুখ কেউ নিতেও পারেনা-
কেউই প্রতিদানে পারেনা দিতে।
ভালোবাসা আর প্রেমের চাদরে শুধুই ভাবাবেগের খেলাধুলা।
চুপটি ঘুমেও যেন জাগ্রত আবেদনের প্রতি-নিবেদন।
কাজল-আঁকা চোখের পাপড়িতে প্রতি পলকে পলল ইশারায় হাসে।
ভালোবাসা মনের কাঁথা-আর প্রেম হল আবেগের বুনন।
ভালোবাসা ছুটি নিতে জানেনা; চলমান ধীরগতির বাহন যেন।
প্রেমের হৃদয়গ্রাহী বাসনায় অধীর ছটফটে ছোটাছুটি।  
চোরাবালির জালে এক লাস্যময় গানের সুরের মতো।
ভালোবাসা তাই প্রেমের প্রতিবেশী।