ঘুমন্ত মনের কপাটে কড়া-নাড়া বিশ্রুত ভোর-
কিছু আবেগের মলাটে রোদসী রেখে যায়।
মন ঘুমিয়ে রয়, চোখ জেগে থাকে নির্জলা।
গত রাতের মৃত্যুর সাথে অপূর্ণ স্বপ্নেরা ছলছল মুচকি হাসে।
যে ভোরে রাতের গাঢ় মেঘের বর্ষণ ভুলে যায়নি উঁকি দিতে,
নির্ঘুম চোখে সে ভোরের আলোয়-
মৃত আবেগের নারাজ উপস্থিতি চোখে বাজলো।
আবেগ ঘুমকাতুরে নয়; স্বপ্নেরা ঘুমকাতুরে।
যদি প্রশ্ন করতে; আবেগ কি স্বপ্নের পাতাঝরা বৃষ্টিজল?
তোমার নীলাভ চোখে তাকিয়ে বলতাম-
আবেগে স্বপ্ন থাকেনা; স্বপ্নে আবেগের বাস।
পাতাঝরা বৃষ্টিজল গত রাতের মৃত মুখের ফেলে যাওয়া আবেগ।
ব্যাথার তরঙ্গ ঢের বাজে মৌন মেঘের ভাঁজে।
বাতাসও চুপিসারে ভুলে পুরনো সুরের তান।
যদি প্রশ্ন করতে; বলতাম তোমার আবেগেও সুর ছিল।
কেন মৃতমুখ তবে তুমি-
আজকের এই না শোনা সুরের জালে?