যে কারও কান্নার সাথে মিশে থাকে-
বিনিদ্র কোন রাতের বাঁশিতে বোনা-
মোহময় সুরের খেলা।
দু’খের বোঝা সবারই আছে বুকে নিশপিশ কম বেশী।
ছলছল চোখে মিথ্যে থাকে না একদম।
চোখেরও ভাষা থাকে হাসতে হাসতেও ভাসে মন তরঙ্গে।
গভীর আবেগের ফুঁপিয়ে কান্নার প্রভাসের সাথে-
এক শান্ত হাসির ক্লান্ত মলিন ঝিলিকে মন ভিজে যায়।
চলে আসে জল চোখে কখনো মিছে নয় কোন প্রশ্নেও।
কান্না চোখে প্রেমিকা যখন হাত ধরে বলে ভালোবাসি-
প্রেমিক-মন মনে মনে হাসতে থাকে।
মনে হয় যেন সে আকাশ পেয়েছে!
মধ্য-দুপুরের আলো চোখে মুখে ফুটে উঠে-
এমনই তো চলে ফিরে থাকা সহজ-কঠিন জীবন মলাটে।
সবার আবেগই সৃষ্টির লাজুক জলপদ্ম পাতার নীড়ের-
জেগে থাকা জলীয় স্পর্শ।
কেউ অমানুষ সর্বস্বে কেউ বলেনা।
সবার ভেতরেই এতোটুকুও যে ভালো মানুষ লুকিয়ে কাঁদে।
রাতের নিবিড় প্রহরে একাকি স্বস্তিতে জেগে থেকে কিছুক্ষণ-
চোখ বন্ধ করলে বুঝা যাবেই-
আমরা; কিঞ্চিতেও সত্যিই সাবাস সুমানুষ সর্বজন।