কখনো গ্লানি মুছে এক হয় হৃদয়ের আভাস।
কখনো বিষের মতো তীব্র ঘন কুয়াশায় বাতাসের রঙ্গলীলা-
হেরে হয় চুপ; মথিত হিমগলা তাও মনের দাবানলে।
এক ফোঁটা বিষ হজম করে সতেজ রক্তের প্রাণ।
কোন সে কবের লোমহর্ষক এসে চুপি স্বপ্নে উঁকি দেয় আনমনে।
জীবনের দরজা অনেক বড়।
বড় হয়ে অম্লান মৃত্যুও এক পা এক পা করে ছোবলে ছাঁটে।
কাল হয় অমাবস্যার তোপ।
মুখে এসে পড়ে ধুলোবালির মতো ঘের;
তাও যেন ভাষাহীন আবেগ জমাট-
ললাটে যদি লেখা থাকে শিরোনাম যুক্ত যাই হোক।
জাজ্বল্যমান মৃত্যুঞ্জয়ী কালের সাক্ষী।
তবে আর কোন মলাটে গাইব গান-
লিখে যাবো ভালোবাসার পাপড়ি ছিঠানো ঐকতান?