ধ্রুবতার অক্ষয়ে গড়া হৃদয়ের শোধ এখনো হয়নি পূরণ।
স্থির চিত্তের আনন্দে ঢাকা পড়ে অনেক দুঃখ।
নম্র চোখে তাকালে প্রকৃতিও সায় দেয়।
এতোটা বিধুর নিষাদ অল্পে স্বল্পে ক্ষণিকে নয়-
মনের উপর চেপে থাকা বৃহৎ এক পাথর-
শ্বাস কেড়ে নেয় জেনো।
নিংড়ে নিয়ে জীবনের স্বপ্ন।
কতটুকু ভালো হৃদয়টি আছে, কিংবা তাঁরা?
শুধুই মনেতে মেঘ ক্ষিপ্ত চোখে দেয় নাড়া।