কল্পনার চোখে টলমলে জল।
চোখের পাপড়িতে ভুলে আঁকা সময় ছিন্ন বাতাস খুঁজে।
লাগে আকাশের গালে ঝড়ো বাতাসের ছল।
বৈশাখ ভুলে ঋতুর চোখ বর্ষার অহনায় মুখ বুজে।
চোখের সাগরে নেই ঢেউ;
মনের বারান্দায় চুপি উঁকি দিয়ে যায় যেন কেউ।
বিবর্ণ সব মূহুর্ত ছবি হয়ে মনের ভাজে।
আকাশের বিলীন নীলে ভরা সাগরে বাতাস আরি পাতে।
বুঝি কল্পনায় ছুঁতে নেই মন; ছুঁতে নেই চোখের পোড়া জল।
বাসতে নেই ভালো দুপুরের রোদে ছাওয়া মেঘের রং।
বিলাসি মনের বাড়ি ঘিরতে চায় হিম কুয়াশার ঢল।
কল্পনার চোখ ভারী নামিয়ে টলমলে জল।