অমন করুণ চোখে চেয়োনা রাত্রি-
মন বৃষ্টি হয়ে যাবে।
দু'হাত পেতে ঘোর দিওনা ঢেলে-
ত্রিমিত ব্যাথার কোলে।
যে ভাসে প্রাণের পরে কিছু-
জীর্ণ মৃদু শ্বাসে...
তার হাসিতে বৃষ্টি দিও-
উজাড়ে সকল ভরে।
বৃষ্টি ছুঁয়ে বুঝতে দাও তারে-
ব্যাথার তরঙ্গ কেন বাজে।
প্রীতির বাঁধনে মিষ্টি কথা-
ব্যাথায় প্রীতি না যে।