এবারও হাসুক বর্ণমালা নতুন আঁখরে,
যেভাবে ক্লান্তিকর বিকেল সাঁঝে রাত নামে- আবার ভোর আসে।
কঙ্কণ হাসুক নীল হয়ে নয়- লাল হয়ে।
আরে, দুঃখের রঙ নীল; কষ্টার্জিত নীল।
যে বর্ণমালায় কষ্ট আছে- সেখানেই তো ভালোবাসা।
যে বর্ণমালায় লাল রক্ত ছড়িয়ে আছে-
সেখানে কি হৃদয়ের কষ্ট নেই?
নেই কি সদ্য বিবাহিতার করুণ আকুতি?
নেই কি মায়ের চোখের জলের ছলছল?
ছবিটা ভেসে উঠে আবারও যেদিন একুশ আসে।
যেদিন সকাল বেলাটা নগ্ন পায়ে শহীদ মিনার ছোঁয়।
তাজা ভিন্ন গোলাপ কিংবা হলুদ গাঁদা হাতে একরাশ ভালোবাসা বুকে নিয়ে।
ভালোবাসা বেঁচে থাকবে হৃদয় গহীনে শুধু একুশ নয়,
প্রতিটি দিনের হাসি মাখা মুখে-
যেভাবে শিশু হাসে সরলতা নিয়ে।


ছেঁড়া বাতাসে রক্ত- ২০১৭