চলতে প্রিয় প্রতিটি মনের ভাষায় কল্পনা মিশে থাকে।
কিছু মন যেন ছায়া হয়ে সবুজ পাতার নীড়ে বুজে থেকে-
বৃষ্টির কান্না মেখে সযতন চোখে সমুদ্র স্নানে যায়।  
সে ছায়াতে ভালোবাসা বিলাসী না হয়ে কি পারে?
আর স্নানের বেলায় কিছু ভারী বৃষ্টি সমুদ্রে ঢেউ তুলে।  
তোমার কণ্ঠস্বরের মতো সে বৃষ্টির শব্দ।
মনের গহীন নিপাতে ভালোবাসা রোদসী।
তুমি হাসলে রোদের আঁচলে লাল পাড় নীল স্বরচিতা।
তুমি কাঁদলে অভিশপ্ত শুষ্ক ব্রম্মপুত্রেও যেন জোয়ার আসে।  
তোমার চোখের অমূল্য জলের প্রতি ফোঁটায় মূর্ত ভালোবাসা।
তুমি জানো কিনা তাতো জানিনা।
তুমি সে ছায়া ছুঁতে চেওনা অথবা বৃষ্টি অঝোর।
কিংবা সমুদ্র স্নান।
দূরের আকাশের নক্ষত্র হোয়ও; সপ্তর্ষি হোয়ও,
তবুও না হও ঝিনুক শব্দ।