বলছি; তুমি ঐ দূরে নিকেতনে চেয়ে থাক।
মনের বিষ রেখো মনে।
অবাক তারারা ঢের বুঝি তোমাকে চায়?
না চাওয়ার যে কারন নেই।
দূর থেকে ভেসে আসে তাম্র জয়গান।
সুরের লহরিতে অম্লান হবে পদতল।
ফুলের পাপড়ি ভিজে গেলেও কান্নায়-
দু'হাতে পেতে নেবার মনেরা যে পাশে।
পরাভূত হবেই কষ্টে মিশে অফুরান তিক্ত লাশে।


(মৃত্তিকার মিম্বর -২০১৮)