দিন যখন ফুরিয়ে যায় একটি একটি করে এই পৃথিবীর জীবন থেকে,
কখনো ভাবতে পারিনা কারও যে মৃত্যুর পর আবার যদি জন্ম হতো,
আবার যদি স্বর্গের কাছাকাছি সুন্দর এ পৃথ্বীর মায়াময় জলে চোখ ভেজাতো।
কল্পনায় সাত সমুদ্দুরে ছিমছাম পাহাড়ি কোন আগের জীবনের স্মৃতির চেহারায়,
হারিয়ে যেতে চাওয়া কোন এক প্রকৃতির খোলা পরতে-
নরম বাতাসে উলট-পালট হওয়া।
ভাবতে ভাবতে যদি তাঁর অস্তিত্ব ঘিরে বন্ধ চোখ থেকে-
হঠাৎ এক বিন্দু জলজ তৃষ্ণা-
সত্যি পড়ে মাটির দর্পণে; এতো ভালোবাসায় গড়া আমরা সৃষ্টির কদরে।
আহা, আবার যদি এক মৃত্যুর পর আরেক জীবন আসতো,
ভাবলে যে আবারো চোখে জল ঘিরে প্রাণটা আনচানে মোচড়ে কেঁদে ফিরে।
ভাবতে ভাবতে রাতও ফুরায় দিনের আলিঙ্গনে চুপচাপ জীবনের নিয়মে।