ফেলে আসা স্মৃতির টানে কখনো কারো কারো মন চায়-
জীবনের শেষ সময়গুলো জুড়ে থাক মিলে যাক-
গাঁয়ের সোঁদা কাঁচা পথের স্নানে সবুজ শ্যামলের স্বরে।
সমুদ্রে প্রাতে ঝাউবন সাথে উজালা উন্ময়ি বাঁধন ছিঁড়ে সহসা-
ঢেউয়ের সাহসে আনন্দ ঝরে বুকে উচ্ছ্বাস দীপ্তি উপচিয়ে পড়ে।
চলতে চলতে বয়সের ভারে ন্যুজ প্রশ্বাসও-
নিঃশ্বাস খুঁজে পেতে চায় জীবন নতুন বাতাসে বুজে।
মনের মসজিদে পবিত্র দেহ সাক্ষী সৃষ্টিকর্তা খুঁজে।
পুজোয় যাবার আগে প্রিয় কিছু ফুল অপার আগ্রহে-
দু’হাত ভরে মান্যতায় জুরে পুজে।
পৃথিবীর তটে নির্বাক পথের শেষ নেই-
এক পা এক পা করেই হাসে নতুন ভুবন।
জানতে অশেষ জলভরা চোখও হাসে-
বুঝে গিয়ে মায়াবী মাধুর্যে সুরে সুরে বোনা যা কিছু গোপন।
জীবনের সাধ শতভাগ হয় পূরণ যখন প্রাণ মেশে চারপাশে-
মেলে কাজল কালো দু’নয়ন।