আমি দেখেছি দু’চোখ মেলে জলের প্রবাহে তটিনীর নেচে চলা।
আমি উপলব্ধি করেছি গাছের ছায়ায়-
দুপুরের মায়ায় সংজ্ঞাহীন মেঘের চারুকলা।
মনের যতনে মানিয়ে নিয়েছি বুক জুরানো বাতাসের খেলা।
যেদিন আমি তোমাকে বুঝেছি সেদিন ভেবেছি-
কখন হবে আমার; তুমি যে প্রাণের মেলা।
আমি সাগর দেখিনি, দেখিনি মোহনা।
আমি পাহাড় দেখেছি, দেখেছি মেঘের উড়াউড়ি-
লাস্যময় সবুজের ডালা।
আমি ঝিনুকের বুক চিরে মুক্তো সরাইনি-
বুঝি সে অভিশাপ না দিয়ে বসে।
নিরিবিলি নিরপরাধ বিকেলের ছায়ে তোমাকেই এঁকেছি,
তোমাকেই ভালবেসেছি-
শতবর্ষী বটবৃক্ষের মাটি আঁকড়ে থাকা ডালপালা উঁচিয়ে সাক্ষ্য দেয়া-
আমি বাংলার পাল দুলানো মিষ্টি বাতাস ভালবাসি,
ভালবাসি বাংলার নদী-মাঠ-বিল-ঝিল-হাওরের দুকূল।
আমি তোমাকে নিয়ে দেখতে যাবো-
তুমি, ওগো তুমি কখনই নও আমার মনের ভুল।