বিস্তীর্ণ এ আকাশ জুড়ে আজ মেঘারণ্য; পাশে চাঁদ-
এ রাতের নোনতা-দৃষ্টি তোমার কথা বলে চুপিচুপি।
কান পেতে শুনি আমি মেঘেদের দলের গুড়গুড় শব্দ।
আমি ভেবে নিয়ে খানিক আলো পাতি-
তোমার মনের কিছুটা শ্রাব্যশ্রী অন্ধকারে।
তুমি সুখের আহ্লাদে আমার নাক টিপে দাও এক দৌড়।
খুব কাছ থেকে দেখে নেয়া তোমার হৃদয়ের পানসী।
যেওনা যেওনা বলে আমাকে ঘুম পাড়াতে ত্রস্ত-
কৃষ্ণচূড়া ডালের উড়ন্ত পাপড়িরা এ রাতেও।
আমি বলি কি...তুমি আজ রাতটা আমার প্রেমের ঝড়েই কাটিয়ে দাও।
গাল টিপে তুমি বলে বস...আর হয়েছে!
এভাবেই চলা দিনের নিপান্তে রাতের সহচরে-
মনের বাঁকগুলোতে জোরসে চিমটি কাটে,
আর বলে...আজ আকাশের বড্ড অভিমান।
তুমি কিন্তু আর আড় দেবেনা, বৃষ্টি হয়ে এসো-
ঝিরিঝিরি হয়ে; মনে রেখো প্রিয়ন্তি।