কিছু সুনিপুণ সুখের জন্য যাদের মুখের পরশ ওখানে ছুঁয়ে ঘুমাবে ভাবি,
ফেরারি রক্তিম হৃদয় কেড়ে নেবার মৃত্যুকে ভেবে-
কোন চোখটার কোন কোণ ভিজে বুক ফেটে রক্তের মতো অশ্রু পড়ে-
সেটি ভাবতেই আমার চোখে আকাশের নীল সাদা হয়ে ভোর করে।
মৃত্যু; তুমি ভয়ংকর নও।
তুমি এক বহুমাত্রিক নির্জন অনুভব।