তোমার ইচ্ছে যদি বলে তুমি হারিয়ে যেতে চাও দূর অমানিশায়—
হারিয়ে যেওনা বিষাদ ভালোলাগায়।
তোমার মনে যে দীপ্তি আছে-
তার কাছে হাসি হয়ে ভেসে বলে দেখো,
সে তোমাকে হাসাবেই।
পৃথিবীর স্নিগ্ধ আলো মেখে তুমি দেখ অপার ভাললাগা বুকে নিয়ে...
তুমি ভেবোনা।
সে আলোতে তুমি রাঙবেই।
হয়তো মিথ্যে এ পৃথিবীর মায়া—
বহুদূরে ভেসে হাসা নীলাভ জোছনা-মেঘেই তোমার নাম এঁকে যাবে।
অপার বিস্ময়ে----
অনেক বেশী ভালোলাগার অনুভবে ।
রুদ্র হ্রদের জলে হেসে ভাসাও জোনাক মনের আলো-
নিষাদ প্রকাশ চন্দ্রিমা আশ্বাসে সাদা কাগজের ঘুড়িতে রংতুলি,
অবতরণে নিঃশব্দ শান্ত শীতল দীর্ঘশ্বাস ।
বিষাদ হারায় আনন্দ ভুলে চোখের মনে ছুঁলে-
তোমার খোঁপার বাঁধনে জড়িয়ে নিও নিঝুম দ্বীপের কোলাহল -
চেয়ে জেনে দেখো তবু অদূর ধ্রুবতায় হারায়নি মনের আঁচল ।
স্বপ্ন ছুঁতে হয় সুগভীর বিশ্বাসে-
স্বপ্ন পেতে হয় বেহিসেবি ভুলেতে ...!



-মৃত্তিকার মিম্বর