স্বপ্ন সীমান্তে কে যেন হাসি-মাখা চাঁদটা লুকিয়ে ফেললো।
আমার ঘুম ভেঙে গেলে আমি চেয়ে দেখি ভোর হয়ে গেছে।
আকাশটা চুপচাপ দাঁড়িয়ে আমার বারান্দায় হেসে লুটোপুটো খাচ্ছে।
কে যেন আমায় ভোরের মার্জনায় মগ্ন করতে চাচ্ছে।
রোদ উঠে গেলো খানিক বাদে।
আমি দু’হাত পেতে আকাংখিত শীতের আলো মুখে মেখে নিলাম।
আজকের সকালটা কেন যেন বিষণ্ণ লাগছে।
রাতের জন্য আবার মন কাঁদছে; পূর্ণিমা রাতের জন্য।
সুখ আর দু’খের মতো যে দিন আর রাত খেলে।
দিন চলে যায়; রাত এসে পাশে বসে নিয়মের বেড়াজালে।