সকালের নির্ঝর নিরিবিলি স্বপ্ন-
বিকেলে হাসে তোমার জন্য।
কিছু স্মৃতি উড়ে চলে আকাশ নীলে।
কিছু ঠায় পায় দিব্যি চাহনে।
ভালোবাসা এমনি কি?
হৃদয়ে থেকে যায় সুপ্ত মনের টানে।
ভেবোনা মনে রাখিনি-
ভুলে গেছি কবে।
দীপ্ত ভোরের আঁচল সরিয়ে-
এ চোখের কোলে হেসে,
শুন্য সুনিধি রাঙানো উঠোনে
কাছে এসে পাশে মিশে।  
স্বপ্ন তুমি কি রোদের আভায় হাসা?
অথবা গোধূলির কুসুম রঙে-
তোমায় ভালোবাসা।
চোখের কোনে ভেসে আসে-
যেভাবে জীবন পাশে।
মন হারায় কোথায় বল-
অবুঝ মিলেমিশে।
এ চোখ বল আবার
কত ভেজে অকারন।
তোমার হৃদয় বল
কতটা নোনা সাগরজল?
বৃষ্টি মনের পাতায়,
দূরে দিশেহারা যখন তাও অবিচল।
ভেজা চোখে যায় কি দেখা দুখের অপহরন?
যাবে চলে কেন বল-
স্নিগ্ধ শুন্য হেসে?
পাখির আকাশ খুঁজেছিল-
শরতের নীল বুনন,
তোমায় ভালোবেসে।
ভালোবাসা শব্দহীন একা শ্রাবণধারা,
হারায় যা সন্ধ্যের আকাশ-
যেমন পাখির নীড়ে ফেরা।
এটাই ভালোবাসা-
ভালোবাসা এরই মাঝে।
রাতের নির্বাক চোখে-
নির্জন মনের কোল ঘেঁষে।