তোমার দু’চোখের আগুনে পুড়ে গেলো যেন এ’মন।
তোমার খোলা চুলের মাতাল গন্ধে-
স্নিগ্ধতার আবেশে হারায় দু’চোখের সীমানা-
ঘোর আঁধারে আলোকছটা কাছে পেলে-ঠিক সেভাবে।
প্রকৃতি কাছে ডেকে বলে-
তোমার দু’চোখে স্বপ্ন আছে।
আর সেই স্বপ্নে আমি নাকি হারাবো দূর পারাবার।
তুমি এবং তুমি, তোমার নিঃশ্বাস-
আমার নিঃশ্বাসকে ছুঁয়ে বলে-
তুমি হারিয়ে যাবেনা কখনো।
থাকবে হৃদয় গহীনে নিঃশব্দের মতো,
আমি থাকবো তোমার হৃদয়ের গভীর কোণে-
শীতের সতেজ পত্রপল্লবের মতো পূজা হয়ে।