ভালোবাসা নিজের মনের মতো করে গড়ে তোলা পৃথিবীর নাম,
পেছনে ফেলে আসা দু'খের প্রহরের গোপন খাতায় নতুন করে-
পৃথিবীর আঁখরে ভেসে যাবার নাম ভালোবাসার ত্রিনয়।
দু’খের পীড়নে কাঁদলে দু’টি চোখ মুছে দেবার নাম যে ভালোবাসা।
ভালোবাসা আর প্রেম এক নয় কখনো।
কীভাবে কেমন পঙক্তির হয়-
যুগলের চোখের বিনিময়?
মনের মাধুরি- তার নাম কি সত্যিই ভালোবাসা?
জীবনের সব সুখেরো তো যন্ত্রণা আছে,
আছে প্রতিমার প্রেমে ত্রস্ত মগ্নতা,
জীবনের যত প্রতিচ্ছায়া আছে তার মাঝে-
একটি ছায়াকে খুঁজে নিতে পারাকেই বলে ভালোবাসা।
ভালোবাসার থাকে দু’টি প্রহর।
একটি আবেগ আরেকটি সোহাগ।
আমি যদি বলি তুমি আমার।
তুমি কি তা মেনে নেবে?
জানি একটু ভাববে-
তারপর পৃথিবীর সবচেয়ে অনিন্দ্য সুন্দর উচ্চারণের-
প্রানাবেগের জানা ছলনায় একটু বেঁকে বলবে-
আমার জন্য তুমি সত্যিই যদি হও-
তবে কোন ভুল করলে তোমার কান মলে দিয়ে বলবো ফিসফিস করে-
আমি তোমার নন্দিনী।
আমার মুখের দিকে তাকিয়ে থেকো সেই প্রহরে-
যখন তোমাকে নিয়ে চিন্তা করতে করতে জলের প্রবাহে-
ভেসে যাবে দু’টি চোখ তোমার বলা কথায়,
আমার অমায়িক হরিণ চোখ শ্রান্তির ভালোবাসা-
যে আমিই তোমার।
আর তুমি আমার বুকের অসামান্য প্রেমজোড়া,
কথনে লোচনে একাকার-
একবার আবার বলনা ভালোবাসি নন্দিনী তোমার চারধার।