মনের পাতা দুলতে থাকে সময় আর অসময়ের কাঁটায়।
পৃথিবীর সব সৃষ্টির মস্তিষ্ক ভুলতে ভুলতে এগোয়-
জীবনের যাপিতে অস্ফুট তবুও না হোক অন্তরিন; কোন নয়-ছয়।
কিছু চোখ কাঁদে; কিছু হাসে আর বাকি সব স্তব্ধ হয়ে রয়; সয়।
অক্ষর থেকে অক্ষরে বেঁচে থাকে শব্দের বুনন,
বাক্য ছাড়া কীইবা রচিত হয়?
কাগজের সাদা সফেদে লিখে ফেললে মনের কষ্ট-
তারপরও রয়ে যায় অনেক।
জীবনের বাকি পথ অজান্তে অজানায়।
ছুটে চলে সবাই; কেউ অপারগ; কেউ মুক্ত-স্বাধীন,
কেউ মানে খুঁজে খুঁজে অবান্তর; কেউ খুঁজে না; জীবন সহজ-সরল।