দূর কোন এক নিকেতন থেকে অজানা লাজুক একটি ফুলের মিষ্টি ঘ্রাণ আসছে।
প্রাণ তন্ময় হয়ে আছে, হয়ে আছে অধীর।
নাসিকার রন্ধ্রে রন্ধ্রে লেপটে আছে ঘ্রাণটুকু।
কখনো না দেখা কোন কিছুর প্রতি থাকে প্রবল আকর্ষণ।
বিবেকেরও একটা গভীর অতল মন আছে।
সে মনে আছড়ে পড়ে অনেক প্রশ্নের তির।
কখনো প্রশ্নের উত্তর পাওয়া যায় আবার কখনো বিবেক থাকে নিভৃত নীরব।
সময়ের উপাখ্যানে কতোকিছু ঘটে যায়।
সময় এক অদ্ভুত তরঙ্গ।
ভুল করেও কাউকে ভালো লেগে গেলে অন্তর কথা বলে-
মনে হয় কতো আপন কতো বিনিদ্র স্বপ্নলোক।
তাকে পাওয়ার জন্য প্রাণ হয়ে যায় ব্যাকুল।
হৃদয় থেকে কাউকে ভালোবাসলে তার প্রতিদান স্বয়ং ঈশ্বর দেন।
ঈশ্বর নড়ে বসেন।
ভালোবাসা প্রাণের বাঁধন কিংবা তার চেয়েও অনেক গহীন কিছু।
ভালোবাসা রিক্ত শুন্য মনকে যখন ভরিয়ে দেয় আনন্দের আস্থায়-
তখন দু’টি প্রাণ হাসতে শেখে, খুঁজে নেয় অন্তরের কথা বলার অবয়ব।
মন হাসে, হৃদয় হাসে, হাসে চারপাশের সব।
চুপিচুপি কথা বলে দু’টি সিক্ত পরাভব।