প্রতীক্ষিত সময়ের পর কতো আকুতি ভরা সময়ের জাল।
বিবৃত মুখের কতো বলা কথায় লেপটে থাকে গভীর মানুষিক ভালোবাসা।
কোলাহল হাসে মৃত কতো আগের স্মৃতি ভাবলেশহীন ভাসে অবিরত।
আমাকে বুঝার আর কি আছে, আর কতো অপেক্ষা বল?
আমি কিঞ্চিত বিহ্বল হই তোমার মোমের মতো মনে না আঁকি কষ্টের ছটা।
তুমি জানো আমার পথের লোচন কোথায় গিয়ে ঠেকে।
তারপরও কেন এতো কথার ভিড়ে আমাকে নতুন করে চেনার বাঁক সৃষ্টির মতো।
আমি বুকের গভীর থেকে চোরাবালি সরিয়ে স্মরণ করে সেই সে ফিরে আসা-
কখনো ভুলতে পারবো কি?
তুমিও পারবে না ভুলতে আমাকে মনের গোচরে মন মিলিয়েই-
সব প্রতীক্ষার পর যেন কিছু কি হারায় লোকান্তরে।
আমার আমিকে আর তোমার তুমিকে কখনো যদি প্রশ্নের জ্বলন্ত লাভায় ফেলি-
কি আসবে উত্তরে জানা নেই!
শুধু ভুলে যাইনা কষ্টের প্লাবনেও সুখের স্মৃতি ভীমরি খায় নোনা জলের-
দম বন্ধ করা বলতে না পারা অবুঝ কান্নায়।