বৃষ্টি দিনে মনেও বৃষ্টি নামে।
মাথায় থাকা ছাতাটা উড়িয়ে দিয়ে বাতাসে
বেপরোয়া ইচ্ছে জাগে বৃষ্টির পানিতে ভিজতে।
সামনে জলের আধার পেলে ইচ্ছে জাগবেই একটা ঝাঁপ দেই।
পাশ থেকে মুখে দুহাত চেপে থাকা এক রাশ ভরা হাসিও চোখে পরবে।
ভিজে গায়ে উঠে গিয়ে দুহাত টেনে ধরে সোজা জলে ঝাঁপ।
ওপাশ থেকে কিছুটা রাগ কিছুটা হাসি আবারও।
ইচ্ছে সুরের অভিমান জুড়ে।
ঝুম বৃষ্টিতে কিছুটা খন্ড সময় হাসি ভরে থাকলো।
মন্দ কি।
চেনা হাসির রাজ্যে অচেনা বৃষ্টি দিন..
বাসা বাঁধল ।