রঙিন ফেরারি রাতের কালোতে কতো মায়া ভরা।
কতো নিষ্পাপ জলে ভেজে যায় চোখের পাতা।
শ্বাস-প্রশ্বাসের মাঝে লুকোনো যেন গহীন কিছু ভাষা।
না বলার মতো করে চিরকাল রয়ে যাবে একেলা।
কতো মহাকাল স্বপ্ন দেখেছে কতো রাখি যাত্রার।
পথে মিশেছে কতো নোলক।
রাত্রি দিন মাঝে দৃপ্ত হর্ষিত ইচ্ছে।
রাত বিভোর মোড়কে মোড়কে।
ভোরের আকাশ জানে-কতো নিবিড় মনের পাড়।
কতো ভাঁজ বিভাজনে মনের আড়াল অগোচরে-
অবগুণ্ঠনে শিশির নির্লিপ্ত চোখের কাজলে।
মৃত্যু তাও তো জীবনের কথাই বলে।
মৃত্যুরও বুঝি ঢের বাঁচতে ইচ্ছে করে।