কোন এক অজানা দিনে গানের ডানায় ভর করে-
দূর আকাশের মেঘের রাজ্যে হারাতে মন টানে।
ফেরারি ফাল্গুনের কৃষ্ণচূড়ায়-
কোন এক অজানা দিনে।
অথবা মেঘদূতকে হারিয়ে বাতাস হয়ে
তীব্র আবেগে পর্বত সমারোহে-
সাথে সবুজ লাজের আবেগে।
সমুদ্রজল মুখে মেখে-
সূর্যডোবা গোধূলির কান্না চোখভরে দেখে দেখে।
কোন এক অজানা দিনে।