ঘুম থেকে উঠে সকালের নরম পেলব শীত-শীত মিষ্টি বাতাসটা-
শরীরটায় কাঁটা গেঁথে দিলো; সাথে মনটাও লাজুক রোদের আভা পেতে-
উৎসুক হামেশাই এই নাগরিক জীবনের হল্লাহটে।
শীত ঋতুটা যে আমার খুবই প্রিয় তা মনে হয় সে নিজেও টের পেয়েছে-
বহু আগে যখন কিছুটা বুঝতে শিখেছি।
বাইরের কোলাহলটা আচমকা ভালোই লাগে-
মাঝে মাঝে নির্জনতার দুপুরও বুঝি ক্লান্ত ছোট ছোট বাচ্চাদের খেলার দুরন্তে।
খারাপ লাগার মুহূর্ত আজ পুড়ে ছাই আনন্দ অভিলাষের রঙের বাহারে।
ভাবতে অবাকই লাগে; দেখতে দেখতে কতটা জীবন পেরিয়ে গেলো।
তার মাঝে কতো জঞ্জালের যন্ত্রণা গুমরে কেঁদে হয়রান হয়ে মরলো।
শত ভালবাসা বুঝি আমার হলো তাও নিরিখে; কতো পরীক্ষার পর।
সকালের মিষ্টি বাতাস আর সাথের রোদ তুমি তার চোখেও থেকো-
অমলিন অবিনাশী কবিতার অক্ষর বুনট হয়ে।