অনেক উঁচুতে আজ সেই বজ্রকণ্ঠ; পৃথিবী এখনো শুনে।
বাঙালির প্রাণের দাবীতে আগুন ঝরিয়ে স্বাধীনতা যে কাছে টানে।
বঙ্গবন্ধু, সাত কোটি মানুষের চোখের মলাটে এঁকে দেয়া মুক্তির নাম।
উদার চোখে হারতে না মানা এক মহীয়ান স্রোতের কলতান।
বুকের জমিনে রক্তের দামে রাঙানো শপথ কণ্ঠের তেজে ভাষা-
এখনো লালিত বহু পথের ধুলিতে মাখা অক্ষত দশকের শাখা।
যে প্রাণেতে বাংলাই সব ছিল-মুক্তির গানে ফিরে আশার কান্না,
সে প্রাণের রোদনে পাপড়িও ভিজেছিল অকাতরে তৃপ্ত চোখে।
বঙ্গবন্ধু, উদ্দীপ্ত জীবনের সাথে এঁকে ফেলা রুপকথার রংধনু।
রেখেছিলেন কথা দিয়ে যিনি বাংলার লালিত সম্মান সবটুকু।