মনের রুদ্ধ-আর্দ্র কপাটে বারবার-
ফিরে আসে মুখে বলা কথার আঘাত।
আমি কান পেতে শুনি অন্তর জ্বলা সাথে নয়নও।
আঘাত দিলে মনের বালুচরে-
খেলার ছলে নয়।
বারুদের তীক্ষ্ণ ত্রাতালায়।
ফিরে যাবে যে; সে তো জেনেও অজান্তে যেন অজানা!
প্রাণের পরতে পরতে ভালোবাসার গান।
প্রতিবিম্ব তো চোখের সমুখেই।
জানলেনা; তুমি বুঝলেনা!
দখিনা হাওয়ার প্রাতে বন্ধ দুয়ার হয়না কখনো-
যদি থাকে কিন্তুর পাশে সাথে মিশে অথবা।
সহসা নয়; শত সহস্রবার আমি আছি মিশে পাশে বারবার।
তোমার চোখের বর্ষা না হয়ে হবো দূর পারাবার।