গহীন রক্তে রাঙা মাতাল কালো জমাট শোষক চিড়ে,
তার চোখে রক্তের দাগ কতো কথা বলে।
এপার ওপার দম শুষে স্থির বাতাস মিশিয়ে।
তাঁর রক্ত কার রক্ত?
মাতাল মশাল সত্যিই বিষে।
আকাশও ভারী তাদের নিঃশ্বাসে।
শুন্যে রাঙায় সূর্য সন্তান প্রশ্বাসে।
যে ঘাতকে জন্ম শ্বাসে কালো ছাইয়ের মথিত ছেঁড়া।
তার কত বিগত মিশ্র ধারকে অন্তর কাঁপায়।
প্রতিটি নারীর মনের গ্লানে গোপনে নিংড়ে কাঁদে-
নারী বলহীন নয়; কিছুটা অবলা।
বাতাসেরও সৃষ্টি বন্ধ হবে শেষে।
ধ্বনিত যে কোথাও গোপন অনুলাজে।