আবেগের উচ্ছলে বলে দেয়া, বলে ফেলা কতো কথার মাঝে কতো গল্প পথ খুঁজে পায়।
মাঝের ভাঙ্গন কিংবা ভুলে যাওয়া সময়ের অনুনয়-
তা যেন সৃষ্টির জালে রোপিত নীলিম আভা।
কিছু মন কখনো পেছনে তাকায়নি, দেখেনি চেয়ে কেন কিসের কোন অবনয়ে-
কিছু সময়ের অভিমান।
মনের যেন দুটি পাতা-একটি ভেজা বৃষ্টিমাখা লাজুক সরলতা,
আরেকটি শুষ্ক বাতাসের গায়ে নীলচে আকাশের জোরালো অভিমানের সাঁতারে-
রঙিন নকশীকাঁথা।
কোন এক অকারণে সূর্যের অবারিত আলোর ঢেউ-
একদিন শিশির ভেজা ঘাশফুলেদের মায়ায় বাঁধেনি।
চুপসে যেতে যেতে মরে যাওয়া ফুলের ঘ্রাণ সকালের মিষ্টি রোদে আর ডানা মেলেনি!
আলসে দুপুরে মেহগনি গাছটার ডাল-পাতার ফাঁকে,
পাতি-কাকটার মিহি আওয়াজ দৃষ্টি কাড়ে।
মধ্যরাতের নীরব প্রহরে কুকুরগুলো অচেনা কারোর ছায়ার প্রপাতে-
সতর্ক চোখ রাখে বেধড়ক মেজাজে।
যাপিত জীবনের স্বাদে আহ্লাদে পাশের বাড়ির ছাদে ঠাই পাওয়া কিছু কবুতর-
ইচ্ছে স্বাধীন মুহুর্মুহু ডানা মেলে।
পৃথিবী; কতো গল্পের কতো জীবনের কতো মিশ্রিত কলরব-
কখনো সরব দিনের সরোবরে আর কিছুটা রাতের বন্ধনে-
বাকিটা নিভৃত চোখে শান্তির ঘুম নিয়ে,
আগত আলোয় দিনের পর দিন পাশে ধরে মুখে হাসি ছুঁয়ে দেবে বলে।