ভালোবাসা এক ভিন্ন অনুভূতি।
ভালোবাসা প্রেরণার নাম-বহিঃপ্রকাশে অনন্তবার।
কিছু ভালোবাসা শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকে অমলিন।
ভালোবাসা যেন চোখের জলে ভেজা হৃদয়ের প্রাপ্তি একাধার।
কতো ভালোবাসা হয় প্রেম-
অবনত অথবা উন্নত শিরে প্রাণের গীত।
হতে পারে কিছু প্রেম ছলনায় নিবদ্ধ আক্রোশে শুধু শুধু।
চায়ের দু-চুমুকে পাশাপাশি বসে রোদের মিষ্টি সকালে-
অনাবিল এক চাদরে।
সময়ের স্রোতে হারায় কতো নিভৃত প্রেম!
তাও যেন মনে রাখা শুধুই একপেশে করে নিরন্তরে-
বুকের ভেতর শালীন মমতায় যত্ন করে।
ভালোবাসা বিরাট করে নিজের পৃথিবী।
কখনো মৃত্যু অপশয্যায়।
কখনো অর্জন নিজ চোখে না দেখতে পাওয়া।
অতৃপ্তির ছোট্ট মনে কালচে নোনতা দাগ পড়া।
ভালোবাসা হলো আবেগি কাব্য।
অহর্নিশ; মনের দিন আর রাতের ছুটোছুটি।