প্রতিটি দিন তন্দ্রামগ্ন ভীষণ বিভীষিকা।
জীর্ণ শীর্ণ মুহূর্ত সময় যেন পিপীলিকা।
এক আকাশ ম্লান চোখ বর্ণহীন বিহীন নীল-
কালো স্তব্ধ আকাশ বীণ।
নির্লিপ্ত মন-কাজল গর্হিত কভু নয় ঐ আকাশই সীমাহীন।
তীক্ষ্ণ আবছা সঙ্গম ভোরে আলো বা আঁধার ছুঁয়ে-
কতো কি যে আবেগি ডাক; সমাপ্তিরও যেন শেষ নেই।
দিনমান স্থাপিত পরের দিনের আলোয়।
প্রতিটি দিন পরের দিনের স্বরে সরে যায় নিবিড় হয়ে।
গ্রীষ্মের শুষ্ক বাতাস শুনেছে দেখেছে কান্নার কতো রঙ।
কান্না যে সবুজ আনন্দিত চোখেতেও; কান্না মৃত পদাঙ্কেও।
ভারী খুব ভারী অশ্রুজল জ্বলে;
আর আরও কতো অশ্রু যে নিমেষে মেশে।
কতো নির্বাণ কান্না এক পশলা বৃষ্টিতে সেই নির্জলা মুহূর্ত খুঁজে শেষে।