ওভাবে কেন তাকাও ঈপ্সিতা অবুঝ মিতালীতে!
দেখ..তোমার সবুজ শাড়িতে বোনা বিদূষী সাগরের ঢেউ।
যে মনের বিহারে তুমি আচমকা আদরে দোল..
সেখানে আমার চোখের পরশ কথা বলে।
তোমার দীঘল কাজল চুলের নীড়ে..
দখিন সাগর এলোমেলো।
ধন্যি তুমি মেয়ে তোমার চোখের ভাষায়..
হারতে চাওনা জেনে রাতের ঘোলা কালোতে-
আলো জ্বেলে যাই চুপ।
কী ভেবে যেন এক টুকরো রাগ লিখেছো ভুলে।
চুলের বেনীতে তোমার..নাচে সাত আকাশ!
পাশে চুপ বসে রয় বর্ষা লালিত মিষ্টি বাতাস।
তাতে যে মাখা কদমের হলুদে-
কিছু সবুজ উচ্ছ্বাস।
ওভাবে তাকাও কেন ঈপ্সিতা?
ঠোঁটের বাঁকে লাল নাকের নোলক..
সেখানে ঘেঁষে আছে এক ফালি চুল।
বলে যায় শোরগোলে..
তোমার হাতে পরা আংটিটা কতটা নির্ভুল।