কিছু মেঘে কিছু রোদ্দুরে;
কিছু ভাবনার অতি সুদূরে;
রোমন্থন নীলাভ বহভারে;
যা বলেছিলে সেদিন ছলছল পিছুটানে।
রূপালি রোদের ঢেউ আর কিছু চাঁদের আলোর গানে।
আকাশের মেঘে লিখে উড়িয়ে দিও বাতাসে,
দারুণ জমাট অভিমানে।
পাতার সবুজে মেখে দিও তোমার যতো কথা।
আমি চোখের বুকে শ্রাবণ মেখে-
দেখে হারাব ছুঁয়ে সিক্ত তরুলতা ।