হৃদয়ের দুপুরে এখনো সুফলা দিব্যলোক প্রার্থনা।
যে পাথর চাঁপা বুকের উপর এখনো-
তার সাথে মেলালে হাত আমি হবো না তাও হীন উদাস।
পথের মাচালে তাল গাছটার পাতার ফাঁকে আমি উঁকি দিয়ে-
দেখেছি কতো উচ্ছনে ভরা সে যাপিত জীবন।
পাথর চাঁপা; তুমি তাই থেকো না।
আমি ভার বয়ে চলে ফিরে স্বরাজে-
নিজের বুকভরা কষ্টের বাতাসে-
কিছুটা অবলীলাই হবো।
এর চেয়ে বেশী কিছু আর নয় তো।