এখনো নতুন চরে গজায়নি ঘাস।
বর্ষার ঢের প্রাণেও মাটির গভীর ফিরে ফাটে।
সম্ভবের ঊজালা উজানে অসম্ভব তীর ছুঁড়ে।
বর্ষার ঢের প্রাণে চর।
আকাশে মেঘ জমাট-
বাতাসও বিব্রত।
হতাশ কিছু মূখ-
বিস্মৃত মিশ্র প্রকোপ।
প্লাবনের নীড়ে পড়ে ধূপ-
কথ্য আগুন-নাড়া দেয়া বিবেক,
নিশুতি তীর খুঁজে।
চরের বালুকণায় সবুজ চোখ বুজে শেষে-
মিশে যায় সবুজ লহবর প্লাবনে।
শান্তির জলধারা-
পাথর দিশায় আলো নাড়ে।
বুকের রেললাইনে ছুটে চলে অজানা লহর-
তীব্র লীলূয়া বাতাসে উড়ে চলে সাদা গাঙচিল প্রহর।