মনেরই নীরবে রয়ে যাবে চিরকাল রচিত সব যেন অস্ফুট অনুভূতি হয়ে।
স্বপ্নের শান্তি ভুলে যেন হাজার বছরও হারিয়ে যায় নতুন সময়ের আগমনে।
আমার বুকের ভেতরটা আচমকা মুচড়ে উঠে-
পুরনো নিঃশ্বাসের অভিশ্রুতি যায় ক্ষয়ে।
আমি জীবনের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছি-
মরণের ঠোঁটে অশ্রুত অভিলাষের রণন সয়েছি।
পরাধীন জীবনের কলকাকলিতে শেষ হতে থাকা-
প্রতি মুহূর্তে যতসব অশান্তির তীব্র খরা।
দেখে নিতে চায় বুকের গভীরে ছক আঁকা মৃত্যুর অমনিবাস।
বেঁচে থাকা মানে হলো আশার প্রিয়তিতে উদ্ভূত আনন্দ বা দু’খের চোরাবালি।
হঠাত হারায় কারো মনে মিশে; হঠাত জেগে উঠা প্রশ্বাসে প্রশ্বাসে।
মরুর স্তরে অতলের নীড়ে হাসতে থাকা-
সবুজের গালে জেনো কতো অসীম ভালোবাসা।
পৃথিবী কাঁদে প্রেমের লালিত্তে; স্নিগ্ধ মমতায় চোখ বুজে সন্ধ্যে তারা।
মানুষের মন যতো কঠোরই হোক প্রকৃতি চেনে অসম্ভবেও কেন যেন-
বিহ্বলে জল নড়ে চোখের পাপড়ি ভেজে বিবেক-সুদ্ধ দেয় নাড়া।